Skip to content

মুখোশ

আমি তো এমন ছিলাম না
কেন যেন আজ আমার একাকিত্ব ভালো লাগে।
জানি একাকিত্ব খুব খুব ভয়ংকর
স্বার্থপর, বেঈমান, অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক মানুষের
চেয়ে ভয়ংকর একাকিত্ব ভালো।
মানুষ মুখোশ পড়ে,
মুখোশের অন্তরালে লুকিয়ে রাখে
বিভৎস রুপ আর চিন্তাচেতনা।
যা শূন্য চোখে দেখা যায় না।
যখন মানুষ এটা বুঝতে পারে, সে মুখোশধারী
ততক্ষণে অর্ধ পৃথিবী সম ক্ষতি হয়ে যায়।

রচনাকালঃ
০৪/১২/২০২১

মন্তব্য করুন