Skip to content

মুখোশচোরা — রমেন মজুমদার

মুখোশচোরা
— রমেন মজুমদার
রক্ত খেলার হোলির বনে
আঁকল চিত্র রেখা পাত
বস্তি ঘরে বেঘোর জীবন
জুটেনা যার খুদের ভাত !

তোমার ঠাণ্ডা ঘরের দুয়ার
দিনের বেলায়ও বন্ধ –
আমার আতুর দেখলে ঘর
তোমার লাগে গন্ধ !!

দিন চলে যায় আপন মনে
আকাশ ফোঁটায় তারা
দেখলে গরীব পথের মানুষ
তোমার দেখি নাকঝারা !

ধার্মীকে প্রাণ নাই কভু তোর
সুদ খেলাতে পাশা—
তোমার জীবন আজ গড়ে যে
আমার মত চাষা -!

রক্ত নিয়ে নীতির কোলে
রাজনীতিতেও চাল—
আমার চলার পথ দেখিলে
তোমার লাগে ঝাল !!

বৈষম্য আজ এক সমাজে
সৃষ্টির একি খেলা !
মেঘ জমানো আঁধারে মন
গরিবের যায় বেলা !!

ভাঙবে যেদিন সাজানো ঘর
তোমার প্রাসাদের দ্বার
আকাশ খানা ঢাকবে মেঘে
তোমার সুখে আসবে জ্বর!!

কবির কলম খুলবে যেদিন
তোমার মুখোশ বদন–
পালাবার পথ পাবেনা আর
মুক্ত হবে গুপ্ত ধন !!

মুখোশ চোরা পাপের ভাগী
বৈষম্য নাই মনে—–
নরক কুণ্ডে দগ্ধ হবি
জ্বলবি প্রাণে অন্ধ বনে–!!
**** **** ****

মন্তব্য করুন