Skip to content

মিষ্টি ভাষা বিকাশ চন্দ্র মণ্ডল

মিষ্টি ভাষা বাংলা ভাষা
বাংলা আজ পেয়েছে বিশ্বমান।
বাংলা ভাষা বাঁচাতে গিয়ে
গিয়েছে তরতাজা কত প্রাণ।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা মোদের স্বাভিমান।
বাংলা শিখো বাংলা পড়ো
বাংলায় বাড়ে আত্মসম্মান।
মায়ের দেওয়া মুখের ভাষা
হৃদয় দিয়ে শিখরে সবাই।
বাংলা শিখে অন্য ভাষা
শেখার কোন লজ্জা নাই।
মাকে ভালোবাসেবে না বলে
মায়ের ভাষা আজ তুচ্ছ তাই ?
শিক্ষা নিয়ে তোমারা গর্ব করো
এর থেকে বড় আর দুঃখ নাই।

1 thought on “মিষ্টি ভাষা বিকাশ চন্দ্র মণ্ডল”

মন্তব্য করুন