Skip to content

মিথ্যে খামের ভাগ্য

  • by

পুরো শহর যখন গভীর ঘুমে,
সেখানে তোমাকে কল্পনায় নিয়ে আশাটা নেহাত বোকামিই ছিলো.
অপরাধ ছিলো-তোমাকে নিয়ে কল্পনায় দূরে হারিয়ে যাওয়া; তোমার হাত ধরে হাটা..
কল্পনার সেই এলোমেলো চুল-দাড়িওয়ালা ছেলেটাও এই মাত্র মারা গেলো-
তোমার অপেক্ষায় থেকে, চলে গেলো; অসিম আকাশে.
অবশ্য’ তোমাকে পাওয়ার কথা ছেলেটিকে বলেছিলো একটা টিয়ে পাখি’ যে;
রাস্তার পার্শ্বে পাটিতে রাখা; মিথ্যে খামে ভাগ্য বিক্রি করে নিজের খাওয়ার টাকা যোগাত..

মন্তব্য করুন