Skip to content

মিথ্যে কান্না – -কবি মোয়াজ্জেম বিন আউয়াল।

মরার আগে পায়নি খেতে
নেয়নি কেহ খবর,
মরার পরে এখন লাশের
বেড়ে গেছে কদর।
লাল দল বলে সে আমার
নিবেদিত কর্মী,
দলের জন্য অন্যায়ে সে
করেনি আপোষ সন্ধি।
দলের জন্য জীবন জৌবন
ত্যাগ করেছে সে,
তাহার মতো মহান নেতা
খুঁজে পাই না এদেশে।
গোসল শেষে লাশটা যখন
রাখলো এনে খাটে,
নেতা তখন চোখের জলে
বলে, কষ্টে বুকটা ফাটে।
নানান নেতা নানান কথা
বলছে নিয়ে তাকে,
তাহার মতো ভালো মানুষ
নেই যেন, বলছে কথার ফাঁকে।
অথচ সে বেঁচে থাকতে
দেয়নি তাকে কোন সম্মান,
চেয়ারেতে বসতে গেলে
হাইব্রিডরা করছে অপমান।
রাজনীতির মারপ্যাচে
পায়নি তেমন কোন পদ,
মরার পরে তাঁকে নিয়ে
কত হৈ হুল্লোড় আর রব।
রাজনীতির ছলচাতুরী
বুঝা বড় দায়,
মরার পরে লাশের জন্য
মিথ্যে কান্না শুধু হায় হায়।

মন্তব্য করুন