Skip to content

মিথ্যা মোহে – কবি মোয়াজ্জেম বিন আউয়াল।

মিথ্যা মোহে,মিথ্যা কথায়
পড়েছি ডান্ডাবেড়ি,
ক্ষমতার জোরে নিতে পারো
আমার সবই কাড়ি।
বিচলিত হবো না আমি
নোয়াবো না মাথা,
সত্যের জন্য জীবন দিতে
পাই না আমি ব্যাথা।
কেউ খাচ্ছে, কেউবা ভুখা
কেউবা রসাতলে,
এসব কথা বললে সবাই
টুটি চেপে ধরে।
মেহনতি, দিনমজুরেরা
অসহায়ত্বকে করেছে বরণ,
এসব সত্য তুলে ধরলে
হবে কেন বারণ?
অর্থের মোহে অন্ধ হয়ে
ভুলে গেছে কেউ ধর্ম,
আমি চোখ বুঝে থাকতে পারি না
এসব নিয়েই দ্বন্দ্ব।
নাটকের পিঠে নাটকের বাস
চলছে সার্কাস খেলা,
মিথ্যা একদিন বিলীন হবে
ভাসবে সত্যের ভেলা।

মন্তব্য করুন