Skip to content

মা-মণি মা’র কোলে – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

মা-মণি মা’র কোলে
মোঃ ইব্রাহিম হোসেন

মায়ের কোলে রইছে বসে
মা-মণি মোর জান,
এক জননীর গর্ভে ধারণ
অন্যটা রব দান।

জন্মদাত্রী মা জননী
নাই যে এখন মোর,
জন্ম দিলাম যাকে আমি
সেই তো আলোর ভোর।

আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো
দাও মা-মণির মান,
অনেক বড়ো হোক ভুবনে
আসুক সুখের বাণ।

মায়ের তরে জান্নাতে ঘর
মা-মণির চাই সুখ,
ওগো দয়াল প্রভু রাখো
সমুজ্জ্বলে মুখ।

নিজের তরে চাই না কিছু
তাঁদের তরেই চাই,
থাকলে হাসি তাঁদের মুখে
শান্তি খুঁজে পাই।

এই কামনা আরাধনা
মালিক তোমার দ্বার,
তুমি ছাড়া কবুলকারী
নাই কেহ তো আর।

মন্তব্য করুন