Skip to content

মা বিয়োগের যন্ত্রণা – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

মা বিয়োগের যন্ত্রণা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ১৪-০১-২০২৪ ইং

সইতে যে আর পারি না মা
তোমার বিয়োগ ব্যথা,
কোথায় বলো পাবো তোমায়
যাবো আমি সেথা ?

এ ঘর থেকে ওঘরে যাই
ঝরে দু’টি আঁখি,
কোথাও না পাই তোমায় খুঁজে
চিৎকারে মা ডাকি।

দাও না সাড়া বিনয় করি
দিও না আর ফাঁকি,
মাতৃহারা যন্ত্রণা মোর
কও কী দিয়ে ঢাকি?

চুপ কেনো রও মাগো তুমি
আঁধার কবর ঘরে ?
মা ও বাবা হারার জ্বালা
চিত্ত মাঝে লড়ে।

সেই যে গেছেন কিশোরকালে
বাবা ফাঁকি দিয়ে,
তিরিশ বছর পার হয়েছে
তবুও কাঁদে হিয়ে।

আজকে তুমি বাবার মতোই
আবার ফাঁকি দিলে,
বিদায় নিলে চিরতরে
মৃত্যু নামের সিলে।

তোমার মতো আদর স্নেহ
পাই না কারো কাছে,
মা বিয়োগের যন্তণাতে
কেমনে প্রাণ বাঁচে ?

মন্তব্য করুন