Skip to content

মা জননী – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

মা জননী
মোঃ ইব্রাহিম হোসেন

মা জননী  কী কাহিনি
কেনো আজ নিশ্চুপ ?
আমি সেই খোকা এই
চেয়ে দেখো এই রূপ।

খোকা কবি ওঠে রবি
কবিতার রচনায়,
পদতলে আঁখিজলে
তব নাম সূচনায়।

খুশি কত অবিরত
আগের সে দিন কই ?
পাশেপাশে বসি ঘেঁষে
কেঁদে কেঁদে ঠায়ে রই।

চোখ খোলা আলাভোলা
কথা কেনো বলো না মা ,
ফাটে বুক কালো মুখ
কোথা থুই এ বেদনা ?

কত বই হইচই
তোমার খোকার আজ,
হাতে ধরো পাতে পড়ো
নাই তো এখন কাজ।

এই জানি ঝরে পানি
বলবে না কথা আর,
বলি কাকে আছে বা কে
এ ব্যথার কী যে ভার!

(রচনা: ১৬-১২-২০২৩ ইং

মন্তব্য করুন