Skip to content

“মায়া”

চলে যে যেতে চায়,
সাধ্য কার তাকে আটকায়।
যাবেই যখন চলে,
মায়ার বাঁধনে কেন জড়ালে।
এই জগত সংসারে কেউ কারো নয়,
যতই আপন ভাব তারে
আপন সে তো নয়।
কত স্বপ্ন নিয়ে গড়ো এই ঘর,
অন্ধকার হয়ে যায় নিমিষেই সেই ঘর।

1 thought on ““মায়া””

  1. Al Faruque Ahamed

    আমি আল ফারুক আহম্মেদ, একজন নতুন লেখক, আমার লেখা কবিতা আমার একান্ত নিজের, যদি আমার লেখা কবিতায় কোন ধরনের ভুল ভ্রান্তি বা কারো কোন বিষয়ের সাথে মিলে গিয়ে কোন প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

মন্তব্য করুন