Skip to content

মায়ের করুনা – রবীন্দ্রনাথ দাস।

মৃন্ময়ী যে রূপে থাকো,
নাহি কথা কও।
সাকার হয়ে ভক্তের মাঝে,
মন্দিরেতে রও।

এ ধরাতে মা যে আমার,
সকল কাজের ধন।
মা ছাড়া নেই তো আমার,
কোনো আপন জন।

সকাল সাঁঝে কাজের মাঝে,
পড়ে মনে তায়।
সব ক্লান্তি যায় যে চলে,
কোথায় ব্যথা যায়।

সংকটে যে পড়ে মনে,
সাহস জোগাও মায়।
বিপদ কখন যায় যে চলে,
বোঝা নাহি পায়।

তুমি আছো সবার মাঝে,
বুঝতে যে পাই।
তুমি আমার সুখে দুখে,
থাকো হৃদে সাঁই।

মন্তব্য করুন