Skip to content

মায়া ও ছায়া- আদ্যনাথ ঘোষ

আমিও স্নানঘরে কিছুদিন জন্মসূত্র-নথিপত্র ঘাঁটি
মিত্রজল খেলা করে বীজতলার বর্ণহীন দুপুরে
অপেক্ষার সবুজ আলোয়।

না দেখার প্রশ্নপত্রে অমরত্ব নেই
নেই কোনো উত্তরের মানদণ্ড-রূপক।
অথই নদীর জলে খেলা গয় শুধু
স্বপ্নদেখা নাভির ভিতর।

এতসব স্বপনের ঘুঘুডাকে শীত ও উষ্ণতা নেই-
নেই পয়ঃ ও প্রণালি আর ভগ্নাংশের ইচ্ছেডাকের রামধনু রঙ।
আছে শুধু যাযাবর মনের ইচ্ছেডানা
মায়া ও ছায়ার নিদ্রাহীন ছলনার বিধি ও বিধান।

1 thought on “মায়া ও ছায়া- আদ্যনাথ ঘোষ”

মন্তব্য করুন