Skip to content

“মায়া”—আসিফ আহমেদ

কি আছে তারা বলে নাহি,
এমনি মায়া রহস্য গভীরে।
সন্ধ্যার ছোঁয়ায় ভাসে মন,
মায়ার দেশে অনেক বারে।

মৃত্যুর সমীপে যাওয়ার ক্ষণে,
মায়ার আলোয় পথ খোঁজা।
অন্ধকারে হারিয়ে যাওয়ার অগ্রে,
মায়ার ছায়ায় নিয়ে যাওয়া।

মায়ার মুখে মুখ বন্ধ করে,
স্বপ্নের জগতে পথ চলা।
অন্ধকারে মন ভাসানোর সময়,
মায়ার আলোয় স্নেহ খোঁজা।

মায়া মহা রহস্যের মন্ত্র,
জীবনের পথে ভেসে যাওয়া।
আলোর দেশে আলোয় পথ খোঁজা,
মায়ার স্নেহে প্রেমের সমুদ্রে ডুবা।

মায়া মাঝে মাঝে আসে সন্ধ্যায়,
অন্ধকারে লুকিয়ে থাকে প্রাণের বাঁধনে।
চাদরে লেপে রয়েছে মায়ার ঝিলিমিলি,
স্বপ্নের গাঁথায় হারিয়ে যাওয়া হৃদয়ের সীমায়।

অন্ধকারে অন্ধকার মেলে যায়,
মায়া মাঝে মাঝে মুখে আসে হাসির ছায়ায়।
সত্যের আলোর আগমন অপেক্ষায়,
মায়ার বিশ্বে ফাঁদে নয় পার কোনো কথায়।

মন্তব্য করুন