Skip to content

মানুষ

মানুষ এক বিস্ময়কর সৃষ্টি।তার চিন্তা-চেতনা-ভাবনা-আচরণ সবটাতেই মিশে আছে বিস্ময়।মানুষ মনের ভাষা পড়তে পারে না।তাই সবসময় মানুষ অন্যের কাছে অপ্রকাশ্য থাকে,যতক্ষণ না সে নিজে আত্মপ্রকাশ করছে।কিন্তু কিছু মানুষ অন্যকে চিনতে পারে ইন্দ্রিয় ও বিচক্ষণতার মাধ্যমে।তাই সবসময় নিজেকে অপ্রকাশ্য রাখা সম্ভব হয় না।

মন্তব্য করুন