Skip to content

মানুষ শ্রেষ্ঠ জীব -ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

মানুষ শ্রেষ্ঠ জীব, স্রষ্টা তাই মানুষের খুশির জন্য সৃষ্টি করল
সুন্দর ধরনী সুন্দর যত পশুপাখি
আরও সুন্দর পাহাড় সাগর নদী ঝর্ণা
তার চেয়ে সুন্দর সৌরজগতের দৃশ্য
চাঁদ সুন্দর সুন্দর তাঁরা
মানুষ হাসবে খেলবে গাইবে
স্বামী স্ত্রীর ভালোবাসায় নতুন প্রজন্ম আসবে
বিনিময় স্রষ্টা চায় মানুষের উপাসনা
মানুষ পাপ করতে ভালোবাসে
স্রষ্টা ক্ষমা করতে ভালোবাসে
মানুষের পাপ ক্ষমার জন্য স্রষ্টা পাঠাইল রাসুল
দিয়ে মানুষের পাপ নাশে হজ্জ, জাকাত,নামাজ, রোজা, কালেমা।
মানুষ আমল করে ক্ষমা চাইবে
স্রষ্টা খুশি হয়ে ক্ষমা করবে।
অথচ মানুষ আনন্দে মেতে থাকে
স্রষ্টাকে ভুলে যায়।
দেখুন মানুষ কতটা কাফের আর অকৃতজ্ঞ
তাই স্রষ্টা মানুষের উপর মাঝে মাঝে গযব দেয়।
কারণ স্রষ্টা এক ও অদ্বিতীয়
সর্বময় ক্ষমতার অধিকারী।
এমন দয়াম স্রষ্টার প্রতি সকলের ঈমান মজবুত হোক
আমিন। আলহামদুলিল্লাহ।

মন্তব্য করুন