Skip to content

মানুষ–তানজিনা

সৃষ্টির সেরা জীব মানুষ।
কিন্তু এই সেরা জীবগুলোই তাদের শ্রেষ্ঠত্ব কখনো বুঝেনাই,বুঝছেনা,মনে হয় কখনো বুঝবেওনা।এই সেরা জীবগুলোই অন্যদেরকে হেয় প্রতিপন্ন করাতে পটু।কেউ যদি কখনো ভালো কাজ করে তাাদেরকে উৎসাহ দেয়ার পরিবর্তে কিভাবে তাকে ছোট করা যায় কিভাবে তাকে বলা যায় যে কাজটা মোটেও ভালো হয় নাই,কাজটা মোটেও সুন্দর হয় নাই।
কেউ তার কোনো উপকার করলে সে কখনো সেটা স্বীকার করবেনা।বলবেনা যে তুমি এই কাজটা করায় আমার খুব উপকার হয়েছে।তোমাকে ধন্যবাদ।এই ধন্যবাদটা দিতে মানুষের আত্মসম্মানে খুব লাগে।তাদের মস্তিষ্কে এটা সবসময় ঘুরে যে আমি কেন তার কাছে ছোট হব।তারা এটা বুঝেনা বা বুঝতে চায় না যে সেই মানুষটার উপকারটা স্বীকার করে তাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলে সে কতটা খুশি হবে।তার আরও কাজ করার বা আবার আপনার উপকার করার আগ্রহ বাড়বে।
আসলে মানুষ খুব স্বার্থপর।যার দ্বারা সে উপকৃত হয় তাকে সময়মত ছুঁড়ে ফেলতে তার এক সেকেন্ডও সময় লাগেনা।
আমি জানিনা কার কি মনে হয় তবে আমি এটাই মনে করি যে এভাবেই মানুষ তার শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলছে।

মন্তব্য করুন