Skip to content

মানবের জয়!

তোমার এ মৃত্যুক্ষুধা মিটবে কবে,
বিশ্বদানব?
কবে তুমি হবে ক্ষান্ত?
আর কত প্রাণ চাই তোমার!
ক্লান্তিহীন ছুটে চলা পৃথিবীর এ প্রান্ত থেকে ওপ্রান্তে-
যেন এক ক্ষুধিত পাষাণ –
ঘুরে ঘুরে নেবে শোধ-
মানবের!
চতুর্দিক তছনছ করে দিয়ে
ভাবছো তুমি হবে জয়ী!
মিথ্যে!
দিকে দিকে দেখ- পিপিই-তে ঢাকা দেবদূত রয়েছে দাঁড়িয়ে;
হাতে নিয়ে আলোর মশাল!
এ ধরার বুকে যুগে যুগে উচ্চারিত হয়েছে মানবের জয়!

মন্তব্য করুন