Skip to content

মানবসেবা – আমিনুল ইসলাম সৈকত

মানুষ হয়ে মানুষ আজি
করছে কত পাপ,
সেবা দিয়ে বাঁচাও মানুষ
প্রভু করবেন মাপ।

মানবতার কাজের সাথে
বাজুক জয়ের গান,
মানব সেবায় রক্ত দিয়ে
বাঁচাও একটি প্রাণ।

রক্ত দিলে সুস্থ্য শরীর
সুস্থ থাকবে মন,
ক্ষুধার্তকে অন্ন দিবো
করবো আজি পণ।

মানব সেবায় ত্রান প্রদানে
তৃপ্ত দুস্থের প্রাণ,
তুমি পাবে তাদের কাছে
শ্রেষ্ঠ সেবার মান।

সেবার আশায় আত্ন যারা
করতে পারে দান,
তাদের তরে গায় সকলে
মানব প্রেমের গান।

মন্তব্য করুন