Skip to content

মানবতার_রূপ —রমেন মজুমদার

#_মানবতার_রূপ#
————
রমেন মজুমদার,১৩/০৫/২০

আমারও বেঁচে থাকার অধিকার আছে—
বাঁচতে দাও ;
হে নিরন্ন সমাজ !
—-কল্পিত সুখ হলেও চলবে,
চাই দু’মুঠো ভাত ,আর ভাত !!

কতদিন অনাহারে ক্লিষ্ঠ অসার শরীর নিয়ে
ঘুমাই বস্তির ঘরে—–
শুন্য উদাম ঝড়ঝঞ্জায় পথে পথে জীবন!

—-তোমাদের দয়া হয়না ?
এসির কোল জুড়ে তোমাদের নিদ্রা—-!
সুখ ছুঁয়ে যায় তোমাদের রাজ ভালে—;
—-পোড়া কপালে পাত পেড়ে ভাত খাইনা কতকাল ?

তবুও দিন গুনি —-আসবে কি কখনো ??
—বয়ে যায় হাজার বসন্ত !
—বয়ে যায় গঙ্গা,পদ্মা,মেঘনা,
আর যমুনারা—-
আমার কোলের সন্তান যমুনা-মেঘনা কতকাল খায়না —ঘুমায়না
—শরীরের হাড় শুকিয়ে গেছে—

রক্ত ছিল —আজ মৃত শরীর নিয়ে
কোনো মতে আছি বেঁচে—
সে রক্তও শুকিয়ে গেছে—।

কাঁটা তারের মাঝে জীবন ! হায়রে পৃথিবী !!
—-এ’পার অট্টালিকায় বাসমতির ভাতের ঘ্রাণ !
আর ?–ও’পার কোলঘেঁসে সারি সারি বস্তি !
ভাত নেই ,চুলো জ্বলেনা ক’দিন !
শুধু কান্নার ধ্বনি ভেসে বেড়ায় এ’পার অট্টালিকার কোল ঘেঁষে—-

বার বার মৃত্যুযন্ত্রণায় ককিয়ে উঠি —
ঔষধ নেই,পথ্য নেই, ভাত নেই !
—-হয় রে জীবন !
হায়রে মৃত্যু !—-জাতিসঙ্গের বিচারক
মহারাজা !
দেশ বরেণ্য মন্ত্রী !—দাপুটে নেতা !
তোমরা কি আজ মৃত ?—-
কান্না কি শোনতে পাওনা ?-

লালসার চোখ নিরেট যৌবন খুঁজে !
বস্তির যৌবতী নারী —ধনী পুরুষের
বাসরের সাজসজ্জায় রঞ্জিত সুখ !

—তবুও অবৈধ সম্পর্ক চায় না
ওরা চায় দুটো ভাত !—-সামাজিক কৌলিন্য নিয়ে বাঁচতে চায়।

ধনীর কুকুরের খাবার জুটলেও মাংসভাতে
আমাদের জোটেনা ফেনভাত—
আমাদের গতর নিয়ে ওদের রাজনীতি!
ওরা সুযোগ বুঝে বস্তি মাড়ায় ,
কেবল ভোট চাইতে আসে নাকে রুমাল গুঁজে—-
ব্যাস, ঐ পর্যন্তই —-
তবুও অনাহারের জন্য কেউ দু’মুঠো ভাতের
কথা বলে না—
সময় খুঁজে একটি লাশ তৈরি করতে
সুবিধা হয়
রাজনীতির স্লোগান তুলতে—-

আমরা বস্তিতে মৃত্যুর প্রহরগুনি দিনদিন—
ভাতের স্বাদ মৃত্যুতে মিলে একাকার হয়ে যায়,
আর্তনাদের চিৎকার ধ্বনি কেউ শুনতে পায় না—
হায়রে মানবতার ধর্ম ?
মানুষের মধ্যেও মানুষ খেকো বাঘ লুকিয়ে
রক্তচুষেনেয় দিনরাত ।
কলকাতা ।

মন্তব্য করুন