Skip to content

মাতৃবিয়োগের অনুভূতি – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

মাতৃবিয়োগের অনুভূতি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০২-২০২৪,শনিবার।

নিরালায় চোখ দু’টি মুদিলেই রোজ,
মনে পড়ে যায় মাগো তব করি খোঁজ।
একাকী তোমার ঘরে অসাড়ের ন্যায়,
কত দিন রাত কেটে জীবনের ব্যয়!

হাঁটাচলা বন্ধতে যেন কারাবাস,
ক্ষণে ক্ষণে বিষাদের ফেলিতে যে শ্বাস।
পারিনি মা সুখ দিতে আমি বারোমাস,
অভাগা তোমার ছেলে জ্যান্ততে লাশ।

কত না কষ্ট মাগো হয়েছে তোমার,
বারবার অনুভূত বুকে হাহাকার!
থাকতে পারি না আমি কাঁদনের জল,
বুক ভেসে নদী বয় বন্যার ঢল।

দিবাযামী কাটে না মা বেদনারা হায়!
দল বেঁধে জমা হয় আসে আর যায়।
আরো কত ব্যথা মনে অনুভূত হয়!
নাই ভাষা জানা মোর বোঝানোর নয়।

মন চায় চলে যাই মাগো তব পাশ,
আর নাই এ ভুবনে বাঁচিবার আশ।
নিশিরাত বাড়ো হাত আদর ছোঁয়ায়,
দাও দাও সাড়া মাগো ডাকি যে তোমায়।

বিশেষ দ্রষ্টব্য: আমার মাকে নিয়ে লেখা কবিতা।

মন্তব্য করুন