Skip to content

মাটির দেহ – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

মাটির দেহ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-১২-২০২২, সোমবার।

শক্তি গায়ের জোর ক্ষমতা
বিশ্বসেরা ধনী,
টাকার বলে যাচ্ছো লড়ে
দখল হীরার খনি।

ইটের ভাটা বুকের পাটা
খুব সাহসী মনে,
সুদ ও ঘুষে চিত্ত পুষে
স্বার্থ হাসিল রণে।

দৃষ্টি তোমার সৃষ্টিতে পর
পরের নারী হরণ,
অন্তরে বিষ মধুর মিলন
হয় নাকো ভয় মরণ।

থানা পুলিশ হাতের নাগাল
জর্জ ব্যারিস্টার সবি,
তুমি তো এক স্বার্থলোভী
অগ্নিশিখার রবি।

দেশ-বিদেশে গড়লে দালান
অবৈধ সব টাকায়,
রাজার হালে চলছো সাহেব
রাজধানীর এই ঢাকায়।

ভাবছো তুমি চিরদিনই
এমন হালেই রবে ?
ভাবনা মিছা শূন্য জীবন
জেনে রেখো তবে।

কোটি টাকা দামের গাড়ি
রঙিন ভুবন বাড়ি,
যেতেই হবে রবের ডাকে
সব কিছুকেই ছাড়ি।

বন্ধু-বান্ধব কেউ যাবে না
যাবে না হায় মাতা!
কেউ হবে না তীব্র খরার
দীপ্ত রবির ছাতা।

ভবের মেলায় রঙ্গ খেলায়
ছুটছো তরী বেয়ে,
মরণ কালে করুণ হালে
আসবে যে যম ধেয়ে।

ডাকবে বাবা ডাকবে দাদা
শুনবে না তো কেহ,
নিথর হয়ে রইবে পড়ে
অবশ মাটির দেহ।

মন্তব্য করুন