Skip to content

মাছিতন্ত্র–আমিনুল ইসলাম

যুবতিদের কালো হাঁড়িতে ঢুকিয়ে ঢাকনা আঁটা হচ্ছে;
তর্জন গর্জন সহযোগে তাড়ানো হচ্ছে মধুপ:
দেখ্ছ না কত রস! কত কীট! ঢেকে দাও;
নইলে আসমান ভেঙে পড়বে রাজার মাথায়!

অন্যদিকে প্রতিপক্ষ গলা: ভারী অন্যায়! ঢাকনা কেন?
বরং নীবিবন্ধ খুলে দিয়ে অবাধ হাওয়ায় ছেড়ে দাও
তারা তো প্রকৃতিরই বোন। আর আমাদের পুরুষচন্দ্র
রাজা তো আধুনিক মানুষ- খোলামেলাই পছন্দ করেন!

হাতাহাতিরত শব্দের ভিড়ে চাপা পড়ে যাচ্ছে যুবতিদের গলা।

মন্তব্য করুন