Skip to content

মহৎ একটি কর্ম-মোছাম্মৎ সীমা ইসলাম

ক্ষমা হলো মুমিন ব্যক্তির
মহৎ একটি কর্ম,
দোষী জনকে ক্ষমা করে
মেনে চলো ধর্ম।

কঠোরতা ত্যাগ করে ভাই
মনকে করো নরম,
উদারতার দীক্ষা নিয়ে
হতে হবে পরম।

ক্ষমা চাইলে ক্ষমা করেন
মোদের স্বয়ং আল্লাহ,
ক্ষমা করে মহৎ কর্মে
দিবো সবাই পাল্লা।

ক্ষমার দ্বারা ধরার মাঝে
মিলবে অনেক শান্তি,
মহৎ কর্মে লিপ্ত থেকে
ঘুচবে মনের ভ্রান্তি।

রাগ অভিমান ভুলে গিয়ে
করি যদি ক্ষমা,
আমল খাতায় বেশি করে
পুণ্য রাখি জমা।

মন্তব্য করুন