Skip to content

মহরমের লাঠি — সঞ্জয় আচার্য

ডাইনে বাঁয়ে সামনে পিছে
ক্ষিপ্র গতি বনবনিয়ে ঘুরছে দ্যাখো বাঁশের লাঠি
ব্যারিকেডের বৃত্তে ভরা পুরুষদেহ
আয় তোরা কে জবানবন্দি ছিন্ন করে আসবি কাছে
টপকাবে না রাতের আকাশ টপকাবে না বাতাস বাঁকা
হাসান হোসেন দুঃখগাথা ঘুরিয়ে যাব কান্না হয়ে।

ঘুরতে ঘুরতে চূড়ায় এসে আওয়াজ ওঠে
হাততালি আর উবু হেঁকে
জমির চাচা থামায় গতি অবশেষে
হিন্দুপাড়ার জোর সাবাশে খুব সাবাশে
মহরমের রাতের লাঠি শান্ত হল
সেবার শীতে মেদ ছিল না, হাড় ছিল আর কাঁপন ছিল
ঘুম জড়ানো অলস মাখা গভীর রাতে
একাত্মতায় মহরমের দুঃখ ছিল গ্রাম জুড়িয়ে

সেবার শীতে মেদ ছিল না, হাড় ছিল আর কাঁপন ছিল
লেপ জড়িয়ে।
————————-

সঞ্জয় আচার্য,20A/3 শীল লেন, ট্যাংরা, কলকাতা 700015, ফোন 99830437268

মন্তব্য করুন