Skip to content

মলিন মুগ্ধতা – সৈয়দ আশিকুল ইসলাম

আবার কি মুগ্ধতা ছড়াবে কৃষ্ণচূড়ায়,
তোমার চোখের তারায় সাজবে বসন্ত,
বর্ষার কদম হাতে হৃদয়ের সুর নিয়ে সাজাবে শব্দাবলি?
তোমার চোখের মুগ্ধতায় তাকিয়ে আর কি কাটাবো অজস্র প্রহর?
জানি মুগ্ধতা মলিন হয়ে যায় কোনো একদিন,
একদিন সব সুখ শোকেরা গ্রাস করে নেয়।
আমাদের অপেক্ষারা জানে কি সুতীব্র প্রেম ছিলো আমাদের,
অভিমানেরা জানে কতোটা ভালোবাসা নিয়ে ছুটে যেতো হৃদয় পরষ্পরের কাছে।
আহা জীবন!
আজ শুধু বেঁচে আছে দূরত্ব, বেঁচে আছে তোমাকে আর কখনো দেখতে না চাওয়া, ছুঁতে না চাওয়ার অভিমান।
মনে পড়ে একদিন কি ভীষণ ভালোবাসতাম দোলনচাঁপা,
কি গভীর সুগন্ধ ঘিরে থাকতো আমাদের নিঃশ্বাস জুড়ে!
আমরা একে অপরকে অনুভব করতাম,
আসলে ভালোবাসা মূলতই অনুভবে বেঁচে থাকে।
আমরা কি আজ আর বেঁচে আছি?

মন্তব্য করুন