Skip to content

মরনের’ পরে

তুমি ছিলে ভালোবাসা ছিল
প্রণয়ের বাঁশি বেজেছিল,
একসাথে শুকতারা ধ্রুবতারা
সব তারা জ্বলেছিল।

হলুদ চাঁপার বনে
ফুল ফুটেছিল,
পাখিরা গানে গানে
স্বরলিপি লিখেছিল ।

তানপুরাটার তারে তারে
সুর ঝরেছিল,
আরো ভালোবাসা দাও
মন বলেছিল ।

কথার সাজিয়ে মালা,
কত গোধূলি বেলা
দুটি মন লুকোচুরি
খেলেছিল খেলা।

আয়নায় মুখ রেখে
কপলে টিপ
কানে কানে বলেছিলাম
প্রেমের প্রদীপ।

দুজনায় গেছি সরে
কাছ থেকে দূরে,
তবু হৃদয় পুরে
ভালোবাসা আছে ভরে,
থাকবে মরনের’ পরে।

১৭.০৪.২০২৩.

মন্তব্য করুন