Skip to content

মরণ

মরণ আমায় ডাকছে চাতকের মতো ,
ভাঙ্গা শরীরে আছে শুধু নিঃশ্বাস ।
দিপ্তী প্রবাহের মতো কিশোর ,
খরস্রোতা ইচ্ছাশক্তি চলে গেছে যৌবনে ।
পড়ন্ত বিকেলের মতো বার্ধক্য ,
আবছা ধারণা শক্তিতে ফুটে উঠেছে ,
ছোট্ট বেলার মধুরতা উজ্জ্বল খেলা ।
এখন,
পড়ে থাকা শরীরে প্রান নেই ।
আছে শুধু সংসারে মায়ার বাঁধন ।
মরণ আমায় ডাকছে চাতকের মতো ,
নিয়ে যাবে দূর বিশ্বের কোলে ।
আর আমি মিশে যাবো মাটিতে ।

মন্তব্য করুন