Skip to content

ময়ূরাক্ষী- ইকবাল বিন সুলতান

রোগ হয়েছে মস্ত বড়,
পায়না খুঁজে ডাক্তার-বৈদ্য।
কাবিরাজ আর পীর ফকিরে
দেখতে থাকে বেলা অধ্য।
কোহকাপের নগর জুড়ে
খবর পাঠাও জ্বীন পরীদের।
খুজতে হবে ভৈষজ আজ
ডাকতে হবে সন্ন্যাসীদের।

পীর ফকিরা বলছে সবে
লাগছে পরীর মস্ত আছর।
ডাক্তার বাবু বলছে হেসে
করতে হবে অস্ত্রপাচার।
সন্ন্যাসীরা বলছে যত
নানান রঙের ধ্যানের কথা।
সবি শেষে কাবিরাজের
খুঁজতে হবে গুল্মলতা।

খুঁজতে গেলাম গুল্মলতা,
কবির আলীর নাঁওয়ে করে।
শীতল হাওয়া গায়ে মেখে,
কখন গেল রোগটা সেরে।
রূপের মায়ায় অন্ধ হয়ে,
গেলাম তাঁহার প্রেমে পরে।
রূপের রানী ময়ূরাক্ষী,
ধু ধু নদীর দুপাশে ধরে।
নদীর পাড়ে ঐযে বিশাল
ছায়ার রাজা বটের তরে,
কাঁচের মতো স্বচ্ছ পানির
ঢেউয়ের খেলা নদীর চরে।
সুবজ কোমল দূর্বাঘাসে
শামুক-শিমুল খেলা করে।

মন্তব্য করুন