Skip to content

ময়না আপুর বিয়ে
মোঃ ইব্রাহিম হোসেন

দুই হাজার এই চব্বিশ সালে
ময়না আপুর বিয়ে,
বেনারসি অঙ্গে জড়ায়
পুলকিত হিয়ে।

নাকে নোলক কানেতে দুল
আলতা রাঙা পায়ে,
ঠমক ঠমক অঙ্গ দোলায়
মেঠো পথের গাঁয়ে।

বধূ সেজে যাচ্ছে কনে
ঘোমটা মাথায় দিয়ে,
পাগড়ি শিরে জামাই বাবু
সঙ্গেতে তার নিয়ে।

ময়না আপু মহা খুশি
মিষ্টি মুখের হাসি,
রাখাল ছেলে মনানন্দে
তাই তো বাজায় বাঁশি।

মোহন বাঁশির এমন সুরে
ময়না পাগল-পারা,
উতলা মন গায় শিহরণ
হয় সে দিশে-হারা।

মন্তব্য করুন