Skip to content

মমতাময়ী মা – মোঃ রুহুল আমিন

মায়ের মতো আপন কেহ
নাই তো জগৎ মাঝে ,
মানব মানেই স্বার্থ খোঁজে
সকল কর্ম কাজে।

অন্ধ মানব স্বার্থের জন্য
স্বার্থের মোহে ঘোরে,
স্বার্থ বিহীন ভালোবাসা
শুধুই মায়ের তরে।

সন্তান তরে মা যে শুধু
দিতে পারে জীবন,
প্রভূর কাছে দু’হাত তোলে
করে অশ্রু মোচন।

স্বার্থের তরে মানব মাঝে
লেগে আছে দ্বন্দ্ব,
স্বার্থ ছাড়া এই জগতে
মায়ের স্নেহ অন্ধ।

মায়ের মতো ভালোবাসা
কোথায় বলো পাবে,
মায়ের হাসি মুখটা দেখে
মনটা জুড়ায় যাবে।

মন্তব্য করুন