Skip to content

মন-ময়ূরের সরগোল।

শুনো মেঘ- ময়ূরীর মতো উড়ে যাও কতদূর
পাহাড়ের গায়ে যদি লেগে যাও, যাও-
সোমেশ্বরীর পরে যদি পড়ে যাও, যাও-
নদী কোল-বর্ষার ফুল- দোলে আনমনে উড়ে
শত দূরে যেতে চায়- জেনে রেখো।

আকাশের নীলিমায়
তারারা কোনো কোনো আলোয় হারিয়ে যায়
তোমার মাঝে আমার মতন-
চোখ যেনো- নিজেকেই হারানোর উপাদান।

আর আমার মন-ময়ূরের সরগোল-
তার ঠোঁটের মতোই-
একগুচ্ছ গোলাপের পাপড়ির দোল।

মন্তব্য করুন