Skip to content

মন পাখিরে চেনা বড় দায়।

মনে হবে একটু তারে দেখি
মনে হবে দারুন দেখাদেখি
মনের ভেতর ভাব উতরালে পরে
মনের রঙ যে কত বদল ধরে।

মনে হবে তুলির ছুঁয়ায় রঙ
মনে হবে তরকারিতে লং
মনের আকাশ শত রঙে আঁকা
মনের পথটা কত আঁকাবাঁকা।

কোথাও মনের শাপলা-পদ্ম ঝিল
কোথাও মনের আপনা-আপনি মিল
গড়মিলের এই মনে উদাস হাওয়া
বকুল ঝুপে জোনাকীর গান গাওয়া।

হলদে বিকেল লালচে হলে কভু
মনের ভেতর রঙধনুটা তবু
নানান রকম পাখির সুরে গায়
মন পাখিরে চেনা বড় দায়।

মন্তব্য করুন