Skip to content

মন চায় — নজরুল ইসলাম খান

মন চায়
————
–নজরুল ইসলাম খান

মন চায়, হিমালয়ের চুড়ায় উঠে
হাসি বিজয়ের হাসি ।
মন চায়, সাগর সেঁচে মুক্তা গুলো
সব নিয়ে আসি ।
মন চায়, বিধাতার পৃথিবীতে, রাষ্ট্রগুলোর স্বঘোষিত সীমানা মুছে দিয়ে সব যায়গায় ঘুরে আসি।
মন চায়,ভরাট করে সমুদ্রের জল,
ভূমিহীনদের জন্য করি নিদৃষ্ট আশ্রয় স্থল।
মন চায়, অনিয়ম গুলো সব ভেঙ্গে
মানুষের অধিকার গুলো নিয়ে আসি এক সীমানায়।
মন চায়, অভুক্ত মানুষ গুলোকে খাওয়াই এক বেলা
যা তারা খেতে চায়।
মন চায়, বিয়ে না হওয়া কালো মেয়েটার জন্য
নিয়ে আসি রাজপুত্র বর, মুক্তা গুলোর বিনিময়ে।
মন চায়, আকাঙ্খা গুলো যেন
কাজ করে এক হয়ে ।
মন চায়, এলোমেলো ভাবনা গুলো আমার যেন
কবিতা হয়ে ওঠে ।
মন চায়, সবার মনের ভালোবাসা যেন
গোলাপ হয়ে ফোটে ।
কোনো চাওয়াই পূরণ হয়না সব,
হয়তো সম্ভাবনাও নেই এর ।
কিন্তু, পাওয়ার স্বপ্নগুলো বেচে থাকবে
হৃদয়ে আমার, আমাদের ।

১৮/১০/২০২১
টুটপাড়া, খুলনা

মন্তব্য করুন