Skip to content

মন চই চই

কথালিপি_১

ভোরের ঘুম সরিয়ে চাঁদের আলো ছুঁইছুঁই বিছানো বিছানায়

হাত বাড়াই ছুঁতে অমন নরম সেই বাধ্য অথৈ

দেখি ছাপিয়ে যাচ্ছে পাশের ছাদ পুকুরের জল বুকের মায়া কানায় কানায়

বলি…
ছুঁয়েছুঁয়ে থাক ওরে নরম
আমি ঘুমাই বেলাঘড়িতে ফিরে পেতে তাকে শূন্য মন চইচই লেখে শুধু কবিতাই ___
সুভাষিনী @মৌ _২০২৩

মন্তব্য করুন