Skip to content

মন খারাপের মন

সময় বড় খরস্রোতা আজ
চরৈবেতি বোঝে মিনিট গুলি।
এমন দিনে ফুরসতই সম্বল
লোকের কাছে বড্ড ফাঁকা বুলি।

ছেঁড়া পকেট সময় কবে কেনে?
ভাতের হিসেব ভীষণ গাদ্যাময়।
সে তো তখন ভাত পেলে মাছ খোঁজে…
গাড়ির জন্যে বাঁচায় সঞ্চয়।

গরুর পালের দৌড়োনো অভ্যেস।
শাসক তার শিকারে চোখ রাখা
ফুটপাথ কি বোঝে এসব কিছু
শহর জানে সংবাদে কি মাখা।

তবু তোমার মন খারাপের মন
ঘরেই থাকে,সময় দিও তাকে।
সবাই কি আর বুঝবে বিপণন?
দেখুক সে চাঁদ কাজল মেঘের ফাকে,
স্বপ্ন যেন ফিকে রংয়েও আঁকে
জোছনা, তার আপন অভ্যাসে…

বলুক ডেকে সবার ভাল হক।
দিও তাকে বোঝার মত লোক।

মন্তব্য করুন