Skip to content

মনে পরে তোকে

এতো ভালো লাগে কেনো অমনি করে,
মনের ঘরে তোকে ভাবি একলা একা।
সকাল দুপুর সন্ধ্যা রাতে সাঁঝ প্রভাতে,
তোরই কথা আমার মনে অমনি মাতে।
রাজার কন্যা কেমন তুমি তোমার চড়ন,
পাগল করা সকল হাসি চলার ধরণ।

ফাগুন কিংবা শরত এলে রঙ দুয়ারে,
একটু করে কল্প সাজে মন নিয়েরে।

মনে পরে মনের ভেতর জেগে উঠা,
সকাল বেলার পুষ্পা রাজি যেমনি ফোঁটা।
মনে পরে চলার কালে একলা হাঁটি
মনে পরে একলা বসে মোবাইল ঘাঁটি।

হারিয়ে যাবার ভয়ে আমার কলিজা নাই,
বিশ্বাস করি পাবো আমি তোকে এ তাই।
মনে পরে বিপন্নতায় অমনি থেকে
মনে পরে নিজের কথা ভুলে রেখে।
সুখের সন্ধ্যা দুখের সন্ধ্যা যেমনি আছি
মনে পরে তোরই কথা তোরই হাসি।
উৎসর্গ-শারমিন

মন্তব্য করুন