Skip to content

মনপাখি – শুভদীপ চক্রবর্তী

মিঠেল হাওয়ায় শরৎ এলো
দুলছে কাশের বন
মা দুগ্গা এলেন ধরায়
খুশিতে ভরে মন।

পুজো এলেই ধরায় যেন
স্বর্গ নেমে আসে
নীল আকাশে সাদা মেঘে
সূর্য যেন হাসে!

শিউলি ফুলের মিষ্টি গন্ধে
প্রাণটা ভরে যায়
ঢাকের বোলে আনন্দে তাই
ছোট্ট খুকু গায়!

(২)
দুপুর বেলায় খুকুর কেমন…
মনটা উদাস করে!
ইচ্ছে ডানায় মন পাখিটা
চাইছে যেতে উড়ে।

মন পাখিটা উড়ছে যখন
ছোট্ট ডানা মেলে
মেঘগুলি সব জটলা করে
খুকুর সাথে খেলে।

খেলতে খেলতে হঠাৎ করে
দেখছে খুকু কাকে?
দুগ্গা মাতা হাসছে যেন
মেঘের ফাঁকে ফাঁকে!
………

মন্তব্য করুন