Skip to content

মধ্যে বয়সী ললনা – জাহাঙ্গীর আলম অপূর্ব

হে মধ্যে বয়সী ললনা
তুমি করো না ঐ দূরন্ত বালকের সঙ্গে ছলনা।
যে বালক বিস্ময়-বিহ্বলে ভাবে তোমার কথা
দেখে মনে হয় বুকে তার অদ্রি সমতুল ব্যাথা।
তোমার বিবর্ণ বিবর্তনে বিরূপ বিধানেও
তোমার স্বপ্ন বিলাসে বিমোহিত সেও।
হে মধ্যে বয়সী ললনা,তুমি দিও তারে ভালোবাসা
দিও তারে এক বুক আশা,করো না নিরাশা।
করো না কভু তার সঙ্গে ছলনা
হে মধ্যে বয়সী ললনা ।
নতুনকে পেয়ে তুমি তারে কভু ভুলনা
হে মধ্যে বয়সী ললনা।।

রচনাকালঃ
১১/১১/২০২২

মন্তব্য করুন