Skip to content

মধ্যভিত্ত কাঁদিয়া বলে- মোঃ আমিনুল এহছান মোল্লা

মধ্যভিত্ত কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা,
তুই কোথায় গেলি ওরে সুখের চ্যালা ফেলা ?
যেদিন আমার সাথে তোর বন্ধন গড়ি.
সেই দিন হতে আমি অনাহারে মরি !
বেতন তুই যাহা দিলি মাস শেষে ধরি
নুন আনতে পান্তা ফুরায় আহা কি করি ?
অর্ধমাসে অশ্রু ঝরে আমি যাই খসে,
ধার দেনায় মক্তি নাহি আর পাই শেষে।
মধ্যভিত্ত কাঁদিয়া বলে টানাটানি সংসার,
মাছে ভাতে বাঙালি ঘরে নেই তার ।
সুখ বলে, এ আপদ আর কেন রাখা,
মধ্য ভিত্তের দাম নাই এ বঙ্গে দেখা।
রাজা বলে, ওরে মধ্য আমরা যাই খেয়ে,
তুই কে ? তুই কে ? কেন দেখবো চেয়ে ?
—————————————–

মন্তব্য করুন