Skip to content

মধুমাস – রামকৃষ্ণ প্রধান

সম্পদ বাটোয়ারা হওয়ার সময়
তুমি পেয়েছো প্রেম , আমার ভাগে প্রার্থনা
অথচ আমার প্রেমিক হওয়ার বাসনা
আর তুমি পূজারী হতে চেয়েছিলে ।
তুমি পেয়েছো জ্যোৎস্না আমি পেয়েছি রোদ্দুর
তুমি হয়েছো প্রেমিকের আমি হয়েছি শ্রমিকের
অথচ আমি অন্ধ বালিকাকে ঈদের চাঁদ
দেখাবো বলে কথা দিয়ে ছিলাম ,
তুমি বানাতে চেয়েছিলে ঘামের শরাব ।
ভালোবাসা না পেলেও কিছু যায় আসেনা
ভালোবাসা তো আর ভাত রুটি নয়
প্রেমহীনতা তো রক্তাল্পতা নয়
ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায়
তবু আমিই প্রেমিক পূজার আসনে
আর তুমিই পূজারী , শরীর নিবেদনের সময় ।
মধুমাস এলে কী যায় আসে
আমি হাত তুললে দোয়া কবুল হবে
তুমি হাত তুললে কীর্তনের ধ্বনি শোনা যায় ।

মন্তব্য করুন