Skip to content

মধ্যমা – নাশিদ ববি

কি জানি কি হবে
কোথায় সে কোন ভুবনে
আলোক রশ্মি বিকিরণে
রঙ তুলি আর ক্যানভাসে ।

বহমান নদী বলে
একই দিকে চল রে ,
আনমনে বইঠা ধরি
ঘুম নেই দুচোখে ।

কি যে খোঁজে ফেরারি মন
বুঝি না যে সে মন তার ,
সাদা কাগজে মধ্যমা
শুধুই ত্রিকোণের সমাহার ।
গণিতের সুখ খোঁজে
ধুর ছাই পেটে খিদে কি খাই কি খাই ,
সমুচা কিংবা সিঙ্গারা বলে দেখ তো ভিশনে ত্রিকোণ !
গোল গোল বৃত্ত কিংবা চতুর্ভুজ ক্ষেত্র
চার চোখ এক করে বসে থাকি বক্র রেখার হাত ধরে ।

মন্তব্য করুন