Skip to content

মটরশুঁটি রাজকন্যা – নাশিদ ববি

শীত শুরুর একটু আগে , জনাথন ঠিক করল সে মটরশুঁটির চাষ করবে । তাই সে ভালো জাতের মটর শুঁটির বীজ কিনতে হবে । সে ভাবনা সেই কাজ । সাইকেল চেপে সে ছুটল বাজারের দিকে ।প্রায় আধা ঘণ্টা পড় সে পৌঁছল বাজারে । নানান জাতের বীজ । কি নেই এখানে । সে বেশ মন যোগ দিয়ে মটর শুঁটির বীজ খুজচ্ছে । কিন্তু কোথাও কোন মটর শুঁটির বীজ পাওয়া গেল না । কিছুটা মনো ক্ষুণ্ণ জনাথন । তারপর সে ভাবল আরেকটি বাজার আছে । সেখানে সে হয়ত বীজ পেয়ে যাবে । সাইকেল চেপে যাবার সময় সে দেখল তার পুরনো বন্ধু সহেলির বাড়ি । তার মনে হল একটু সহেলির বাড়িতে যাওয়া যাক । সাইকেল নিয়ে বাড়ি দিকে রওনা দিল । সহেলির বাড়ি ছিল বাজারের কাছে । মাত্র ৫ মিনিটের পথ । দরজায় কড়া পড়তেই শেলীর সৎ মা এসে হাজির । দরজা খুলেই সৎ মা চিৎকার করে উঠল – কাকে চাই ? কে তুমি ? কেন এসেছ ? যা চলে যাও ।
সহেলির মায়ের ব্যবহারে জনাথনের কষ্ট লাগল ।

মন্তব্য করুন