Skip to content

মটরশুঁটির রাজকন্যা – নাশিদ ববি

এক জন মা কি করে পারে তার নিজ সন্তানকে কষ্ট দিতে । পরোক্ষনে তার মনে হল সে তো সহেলির নিজে মা না ।সৎ মা । জনাথনের মনে হল সে কাঁদছিল ।সৎ মা সহেলির সাথে ভালো আচরণ করে না । সহেলি জন্য জনাথনের ভীষণ কষ্ট হতে লাগল । হয় তো জনাথন মনে মনে সহেলিকে ভালোবাসত । নানান কথা ভাবতে ভাবতে জনাথন এবার একটি সুপারমলে সামনে এসে হাজির । সুপারমলের নিচে সাইকেল রাখবার ব্যবস্থা । জনাথন সাইকেল সেখানে রেখে লিফট ধরে এক তোলায় এসে হাজির । সে ভাবল বড় সুপারমলে অনেক কিছুই পাওয়া যায় । বাগানের অনেক কিছুই আছে । নানান জাতের বীজও আছে । আর মটরশুঁটির বীজ নিশ্চয়ই পাবে । গত শীতে সে মুলো চাষ করেছিল । আর সেখান থেকে তার বেশ ভালো আয় হয়েছিল । এই শীতে সে মটরশুঁটির চাষ করবে । ঘুরতে ঘুরতে সত্যিই সে পেয়ে গেল ভালো জাতের মটরশুঁটির বীজ । কয়েক প্যাকেট কিনে সে লিফট ধরে দোতলায় এসে হাজির ।বেশ কয়েকটি কফির দোকান আর বইয়ের দোকান । দেখেশুনে একটি নিরিবিলি ছোট কফির দোকান সে প্রবেশ করল । এখানে নানান রকম বিস্কুট ,কেক ,তিরামিসু সহ নানান রকম মুখরোচক নাশতা আর কফি আছে । ।ক্যাশিয়ারের মেয়েটি তিরামিসু আর কফি অর্ডার নিল । বিল পরিশোধ করে জনাথন বেঁচে নিল জানালার পাশে রাখা টেবিলটিকে । সেখানে সে বসে আছে । একটু বাদে তার নাশতা আর গরম কফি চলে এলো ।কফিতে চুমুক দিতেই সে খেয়াল করল অল্প কিছু মানুষ এখানে বসে আছে ।

মন্তব্য করুন