Skip to content

ভোট লয় পরব বটে

  • by

ভোট। পরব

ইটাও একটা পরব বটে
বাবুরা আসব্যেক
জোড়হাত করে
বলব্যেক
বসন্তকুমারীর থানটা,
শিব্মড়কটা বঁ।ধাই দিলম
সানঘাটটাও ঠিক করাই দিয়্যেছি,
আমি মদন লুহার বট্যি
এই পরবের কথা উঠতেই ভাবল্যম
একটু আধটু যখন পড়া ল্যিখ্যা জানি
দুকলম লিখি ,
সনটা বোধহয় ৮০_৮২ হবেক্
তখন আমি জুয়ান হ্য়্যেছি
উয়ারা আসত,
লাল আবির উড়ায়ে,
লাল কাপড় ম্যুড়্যে
পরবের পরে,
গঁ।য়ের সকলে কইতো
হার্মাদ বলে কাগজে
সবাই শিখাই পড়াই পাঠানো পরবে,
লাল কাস্ত্যা দেখলেই
বোতামটা টিপে দিবি,
আমিও ডরে ডরে তাই করত্যম,
তারপর আওয়াজটা হল্যেইভ্যবাচ্যাকা খ্যায়ে
ইদিকউদিক ভালত্যম,
আবার অনেকদিন পর সেই একই পরব,
আমাদের মাটির দাওয়া
কাদা ঘাটা আল পথ আর
ভোরবেলায় বিড়ি লাগ্যায়ে
মাঠ যাওয়া ,
দুপুরবেলা পান্তাভাত
বিক্যালবেলায় তাড়ি,
রাত্যেরবেলায় চুলোচুলি মারামারি
একটু পরে লালা আর ঘামে মিশানো রগড়
গঁায়ের বাংলা স্যারের কবিতাটা
বড় ভাল ল্যাগত
দিন বদলায় না.

আস্তে আস্তে ১১ সালআল্য
এ গাঁয়ের আমি একটা মুরুব্বী হয়্যেছি
সবাই বলল্য__পাল্টাবই
আর হারমাদ দিকে ডরাব নাই
ইবারে বদলাবই ,
দিলাম বোতাম টিপে
নুতুন ছবিতে
গোটা গাঁ পাড়া
লাল চোখকে ডরাব নাই ,
লাল আবির মাখব নাই,

চারদিকে আলো জ্বলব্যেক্,
মোরাম উঠে পাকা রাস্তা হব্যেক্,
ছোঁড়াটা গ্রাজুয়েট হয়্যেছ্যে
কিছু খুঁটে খাবেক্,

পাঁচটা বছর কাট্যে গেল্য
কাগজে পড়ল্যাম
কলক্যাত্যায় ত্ফলা লাইট
লন্ডনের কাছাকাছি
আমরা এখনও মাঠে যায়
ভোরবেলায় বিড়ি ধরায়্যে_____অন্ধকারে
..
আবার পরব
বড় মুরুব্বী বল্যে দিল
তুদের আর পরবে যাওয়ার দরকার নাই,
আমরাই বোতাম টিপ্যে দুব্য
কবিতাটা বড় ভাল
‘রাজা বদলায়
দিন বদলায় না’

মন্তব্য করুন