Skip to content

ভোটের অধিকার চাই – মোঃ রুহুল আমিন গাজী

রাজনীতির ঐ “র” জানেনা
সাংসদ হতে চায়,
অলীক স্বপ্নের হাতছানি দেয়
পড়ছে নেতার পায়!

কোনো নচ্ছার প্রার্থী চায় না
দেশের জন-গণ,
যোগ্য প্রার্থী …সাংসদ হইবে
আসুক এমন জন।

তেলবাজ নেতার হিড়িক দেখে
অবাক জাতি আজ,
বিবেকবোধের— বড়োই অভাব
নেইতো কোনো লাজ!

সাংসদ হবার —সাধ জেগেছে
পেপার কিনে নেয়,
চামচাদের আজ সাথেই নিয়ে
হইহুল্লোড় যে দেয়।

নচ্ছার গুলোই সাংসদ হইলে
জাতির যাবে মান,
নোংরা করবে—–পবিত্র ঘর
গাইবে ওঁরা গান।

সঠিক নেতা টিকিট পাইবে
চামচামিতে নয়,
বেজায় খুশি থাকবে জাতি
যোগ্য প্রার্থী হয়।

গড়বে দেশটা নিজের ভেবেই
ভোটটা দিবো তার,
বিপদাপদে ——বছর পাঁচেক
পাশে পাবো যার।

বিভেদ ভুলে গড়বে দেশটা
ভোট অধিকার চাই,
সঠিক প্রার্থী বাছাই করার
সুযোগ জেনো পাই।

মন্তব্য করুন