Skip to content

ভেনাস্ট্রাফোবিয়া – আহমেদ সজীব

তোমাকে দেখলে রক্ত স্থির হয়
ভুলে যাই কাল্পনিক স্বর্গ সুখ
বর্ধিত বয়স হতে থাকে ক্ষয়।
লজ্জা দ্যায় পথে নিশ্চল শামুক।

তোমাকে দেখলে আর দেখব না
দিবো না আবার দেখার স্বীকৃতি
যদিবা দেখা হলে কাছে এসো না
কেবল তোমাকে দেখতে অকৃতি।

তোমাকে দেখলে মরে যেতে চাই
পারি না সেটাই, হবে অন্নপূর্বা?
ভাবতেও ভাবনাতে মরে যাই
দোয়া করি ধোনে হও সর্বেসর্বা।

তোমাকে দেখলে মরে যেতে চাই না
অসভ্য হয়েও বেঁচে থাকি যদি
চিরচেনা হয়ে থেকো নিরঞ্জনা
শ্যাওয়ালের সমাদৃত কৌমুদী।

তোমাকে দেখলে নবান্ন এখানে
শিরশির অনুভূতি চুমা খায়
গ্রাভিয়াডের নৈ:শব্দ অভিমানে
মুহূর্মুহু শব বৃষ্টি থেমে যায়।

তোমাকে দেখলে ক্ষিপ্র কণ্ঠস্বর
বিড়ালের সভায় গ্যামোফোবিয়া
অনাহত হিংসুটে পেত্নীর ভর
আমার ভীষণ ভেনাস্ট্রাফোবিয়া।

মন্তব্য করুন