Skip to content

ভূতের গান, ভবিষ্যতের গন্ধ – প্রসূন গোস্বামী

শিশিরের শাড়ি পরে সকাল নামে, হাওয়া ধরে রেখেছে রাতের গন্ধ।
চাঁদ, এক নিঃশ্বাসে নিভে, সূর্যে লেগেছে আগুন। জীবনের এই নাটক, পুনরাবৃত্তি, উত্থান-পতন।

তোমার চোখে, গ্রীষ্মের ঝড়, মেঘের ছায়া, শরৎ পাতার ঝরে পড়া।
আমার হাতে, বসন্তের স্পর্শ, শীতের নিঃশ্বাস, পৃথিবীর ইতিহাসের গল্প।

প্রেমের ফুল ফুটে, বুকে ঝিঁঝিঁ পোকা গান গায়।
বিরহের কাঁটা, হৃদয়ে ফুটে ওঠে রক্তের গোলাপ।
জীবন, এক নদী, মৃত্যুর সাগরে মিশে, ঢেউয়ে ওঠে বারবার।

কবিরাজের কলমে, লেখা আছে আমার গল্প, পাহাড়ের শিলালিপিতে।
মৃত্যুর ঝাঁপ, এক স্বপ্নের অবসান, নতুন সৃষ্টির সূচনা।
ভূতের গানে, ভবিষ্যতের গন্ধ, এক অচেনা সুরে বাজে।

তোমার হাসিতে, সূর্যের আলো, পাখির কলকাকলি।
আমার চুম্বনে, বৃষ্টির শব্দ, পাতার কাঁপুনি।
প্রেম, এক অবিরল বৃষ্টি, জীবনকে ধুয়ে নতুন করে লেখে।

মানুষের অস্তিত্ব, এক ঝিলমিল নক্ষত্র, অন্ধকারে জ্বলে।
প্রেমের আলোয়, মৃত্যুর ভয় মিশে, জীবন হয় অমর।
ভূতের গান, ভবিষ্যতের গন্ধ, আমাদের হৃদয়ে গিয়ে মিশে।

1 thought on “ভূতের গান, ভবিষ্যতের গন্ধ – প্রসূন গোস্বামী”

মন্তব্য করুন