Skip to content

ভুল প্রেম – প্রকৃতি প্রভা

ভুল প্রেমে কেটে গেলো কয়েক ফাল্গুন..
সেইবার নক্ষত্রখচিত গগনও হেরে গেলো
নিরবতায়!
পাথরের গা ঘেসে পড়া নির্লিপ্ত জল,
তোমার অপ্রেমের মতই নিষ্ঠুর।

উদাসীন নিশাকান্ত, আবছা উদ্ভাসে
অপ্রেমের সমাধি রচে বারংবার।

সহস্র শতাব্দী কেটে যাক তোমাকে ছাড়া..
তোমার অপ্রেমের চেয়ে প্রেমহীনতাও অনেক ভালো।

মন্তব্য করুন