Skip to content

ভালো লাগে : মল্লিকা রায়

কিছু কিছু ভালো লাগে তবু অকারণ
শ্রান্ত দুপুরে ম্লান মেঘ ,ক্ষুব্ধ দরোজা
বসে থাকা ঠায় আনমন মৃদু শিহরণ —

ভালো লাগে উড়ো চুল দমকা শাওন
ঝাপসায় আধো ভেজা একফালি মুখ
দু’ইকলি যেন আনে সেই আভরণ !

হাস্নুহানার দোল সাজেভরা তারা
চৈতি যে হানাদার ভাঙণের নেশা
দাপুটে হাওয়ার রেশ সব দিশেহারা !

ভাল লাগে খোপা দুল গুচ্ছ গুলাব
আবছা আলোর সাথী নিবিড় উত্তাপ
ছন্দ ভুলে অকারণ বিজন প্রলাপ !

ভালো লাগে তবু কিছু কিছু অকারণ
তেত্রিশ বসন্ত আর ছ’ত্রিশটা যাপন
পাশ ফিরে চলে যাওয়া কিছু আচরণ
কুড়িটা হতাশা আর ছত্রিশটা যাপন !

মন্তব্য করুন