Skip to content

ভালোবাসা

শম্ভু সরকার

এর পরে যদি কখনো তোমার কাছে যাই সুতপা
কিছু ভালোবাসা নিয়ে যাবো তোমার জন্য;
তোমার ক্লান্তিহীন সংসারে ভালোবাসার ভীষণ প্রয়োজন।
তোমার জেদে গড়া সুখের ঠিকানায় পা ফেলে আঁতকে উঠেছি,
বিশ্বাস করো অভিমান থাকলেও এ আমি চাইনি।
ভালোবাসাহীন প্রাসাদের চাকচিক্য দেখে
আমার শুধুই করুণা হয়——
তোমার চোখের নীচে যে পড়ন্ত বিকেল বাসা বেঁধেছে,
চুলের ভাঁজ ছুঁয়েছে যে সাদা
তার জন্য সংসারের কোথাও কোনো আফসোস ঝরে পড়তে দেখিনি, অথচ কি সাবলীল অভিনয়;
সুন্দর হাসিতে তুমি ব্যথা ঢাকার বৃথা চেষ্টা করলে।
তুমি আজো বোকাই থেকে গেলে সুতপা,
তোমার চোখের দিকে চেয়ে যে আমি পড়ে ফেলতে পারি
এক অতল বিষাদ সিন্ধু, তা তুমি আজো বুঝলে না—- তুমি ভালোবাসা বোঝোনা।

মন্তব্য করুন